সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ সিআরএফের
পশ্চিম বাকলিয়া এলাকায় ডাস্টবিন সরানোর সংবাদ প্রকাশ নিয়ে হুমকি; সিআরএফ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা
নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকার বায়তুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের সামনের ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ময়লার ডাস্টবিন স্থাপনের কারণে পরিবেশ দূষিত হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডাস্টবিনটি দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিলেও তা মানা হচ্ছিল না। ১৬ নভেম্বর পরিদর্শনের সময় পেশার দায়িত্ব পালনকালে সিআরএফ সদস্য ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও হুমকি প্রদানকারী আসাদ উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সিআরএফ নেতৃবৃন্দ।