আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ
চট্টগ্রামের বন্দর থানাধীন ওয়াসিল চৌধুরীর বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। আয়েশা বেগম নামের এক ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, তার প্রাপ্য জায়গায় মৃত আবুল কাশেমের পুত্র নূর মোহাম্মদ চৌধুরী, মেয়ে বিবি ফাতেমা এবং সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরীসহ ১৩ জন মিলে জোরপূর্বক ভবন নির্মাণ করছেন।
বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বন্দর থানাধিন ওয়াসীল চৌধুরীর বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে মৃত আবুল কাশেমের পুত্র নুর মোহাম্মদ চৌধুরী ও মেয়ে বিবি ফাতেমা, সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরীসহ ১৩ জন মিলে আয়েশা বেগম নামের গরীব অসহায় মহিলার জায়গায় জোর পূর্বক ভবন নির্মান করেন।
উক্ত ঘটনায় পুলিশের সহযোগিতা চেয়ে আয়েশা বেগম ঘটনায় জড়িত নুর মোহাম্মদ চৌধুরী ও বিবি ফাতেমাসহ কয়েক জনের বিরুদ্ধে গত ১৮ আগস্ট সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগের পর বন্দর থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করে জোর পুর্বক ভবন নির্মানের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং বন্দর থানার উপ পরিদর্শক আসাদুল হক নির্মান কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। অভিযোগকারী আয়েশা বেগম জানান, আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক ভবন নির্মান করা হচ্ছে, পুলিশ নিষেধ করলেও পুলিশের কথাও শুনছে না তারা।
এ বিষয়ে বন্দর থানার এস আই আসাদুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে আদালতের আদেশ মেনে কাজ করার অনুরোধ জানাই। আদালতের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।