চট্টগ্রাম
চট্টগ্রামে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ২ জন গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে। এই ঘটনায় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট সোমবার রাতে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে একটি ভাড়াঘরে অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের দখল হতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে Saffron Love Forever এবং Elite Corporation ব্র্যান্ডের বিভিন্ন পণ্য।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।