সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত চকবাজার চাইলেন ব্যবসায়ীরা
চট্টগ্রামের চকবাজারে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও হকার সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ২২টি মার্কেট ও ব্যবসায়ী সমিতির সদস্যরা।
চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়ী জোন হিসেবে পরিচিত **চকবাজারে** দীর্ঘদিন ধরে চলে আসা সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য এবং হকার সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন সেখানকার ২২টি মার্কেট ও ব্যবসায়ী সমিতির সদস্যরা। ২৮ জুলাই সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি **কামাল উদ্দিনের** সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক **আতাউর রহমান আসাদের** সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সকল মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন কেয়ারী ইলিশিয়ামের সভাপতি **লায়ন নুরুল আবছার**, সাফ আমিন মার্কেটের সাধারণ সম্পাদক **হাফিজ জামাল**, গুলজার টাওয়ার মার্কেটের সভাপতি **শাখাওয়াত হোসেন রাহুল**, এবং মতি টাওয়ার মালিক সমিতির সাধারণ সম্পাদক **সমীর কান্তি**।
ব্যবসায়ী নেতারা বলেন, গত ১৬ বছর ধরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকবাজারের ব্যবসায়ীরা এক প্রকার স্বৈরাচারের দোসরদের হাতে জিম্মি ছিল। তারা আশা করেছিলেন, ৫ আগস্ট ২০২৪-এর পট পরিবর্তনের পর এলাকায় একটি ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি হবে। কিন্তু তাদের দাবি, “স্বৈরাচারের দোসররা মুখোশ পাল্টে অন্য সংগঠনের আড়ালে আবারো সক্রিয় হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি সৃষ্টি করে ব্যবসার পরিবেশ নষ্ট করছে।”
মানববন্ধন থেকে ব্যবসায়ীরা দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, চকবাজারের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত। তারা চকবাজারকে ভাসমান হকার ও যানজটমুক্ত রাখতে প্রশাসনের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল আবছার, সৈয়দ হোসেন, দিদারুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ ইসমাইল, মোঃ আওয়াল, ডাঃ আবুল কালাম আজাদ, মোঃ জাহেদ, আব্দুল গাফফার, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।