ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা নাছির গ্রেফতার
চট্টগ্রামে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ও সাবেক কাউন্সিলর নুর মোস্তাফা টিনুর সহযোগী, যুবলীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রামে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ও সাবেক কাউন্সিলর নুর মোস্তাফা টিনুর সহযোগী, যুবলীগ নেতা **নাছির উদ্দিনকে** গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুরুল আলমের ছেলে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ **আফতাব উদ্দিন** জানান, গ্রেফতারকৃত নাছির উদ্দিন যুবলীগ নেতা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় **জুলাই মাসে** বহদ্দারহাট মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার সাথে সরাসরি জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার নাছির উদ্দিনকে চান্দগাঁও থানার মামলায় (মামলা নাম্বার ১১) আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, **২০২৪ সালের জুলাই মাসের ১৮ তারিখ বিকেলে** চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সন্ত্রাসীরা গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ করে। একই সাথে হকিস্টিক, লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আসামীদের ছোড়া গুলিতে মামলার বাদি **আরিফুল ইসলাম** গুলিবিদ্ধ হন।
এদিকে স্থানীয়দের ভাষ্যমতে নাছির উদ্দিন সাবেক কাউন্সিলর টিনুর ঘনিষ্ঠ সহযোগী। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর মিছিল সহকারে দলবদ্ধ ভাবে হামলার সময় সামনের সারিতে নাছিরকে দেখা গেছে। এছাড়া সাবেক মেয়র রেজাউল করিম ও সাবেক এমপি মোসলেম উদ্দিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নাছিরের। এসব সম্পর্ককে পুঁজি করে পুরাতন চান্দগাঁও ও কালুরঘাট শিল্প এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করতেন নাছির।