চট্টগ্রাম

পাহাড়তলীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, মাটির নিচ থেকে পিস্তল ও গুলি উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের নিচ থেকে লুকানো একটি মার্কিন নির্মিত ৯এমএম রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা একটি মার্কিন নির্মিত ৯এমএম রিভলবার এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ **মোঃ বাবুল আজাদ** এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) **জামাল উদ্দীন খান**সহ সঙ্গীয় ফোর্স ২৬ জুন রাতে সিডিএ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ৯টা ২০ মিনিটে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে নির্দেশ দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পুলিশ সদস্যরা তাকে আটক করে।

গ্রেফতারকৃত যুবকের নাম **মোঃ মিনহাজ উদ্দিন ওরফে নূর নবী সাগর (২৩)**। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন দক্ষিণ মিরুখালী হলেও বর্তমানে সে চট্টগ্রামের বড়াই কলোনীতে বসবাস করে।

জিজ্ঞাসাবাদে মিনহাজ উদ্দিন স্বীকার করে, তার হেফাজতে একটি বিদেশি রিভলবার ও গুলি রয়েছে যা সে পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এক কোণে পরিত্যক্ত গার্ডিয়ান ছাউনির নিচে ময়লার স্তূপে লুকিয়ে রেখেছে। তার দেখানো মতে রাত ১০টা ৪৫ মিনিটে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো লাল কাপড়ে প্যাঁচানো অবস্থায় **”MADE IN USA” খোদাই করা একটি রিভলবার এবং ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড ৯এমএম গুলি** উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, **২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের একটি ঘটনায় জড়িত সন্ত্রাসী চক্রের কাছ থেকে সে অস্ত্রটি সংগ্রহ করে** এবং তা দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা পথচারী, অটোরিকশা চালক, বন্দর এলাকার ট্রাক-কাভার্ডভ্যান, বিদেশগামী যাত্রী এবং সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

ঘটনার পরিপ্রেক্ষিতে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় **মামলা নং-১২, তারিখ-২৭/০৬/২০২৫, The Arms Act 1878 এর 19A ধারা** অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত **১১টি মামলা** রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ওসি মোঃ বাবুল আজাদ বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। জনগণের নিরাপত্তায় আমরা নিয়মিতভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এই অভিযান চলবে।”

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker