চট্টগ্রাম

শিশু গৃহকর্মী রহিমার ধর্ষণ মামলাসহ নারী ও শিশু নির্যাতন মামলার ন্যায়বিচার দাবিতে সংবাদ সম্মেলন

২০১৯ সালে সংঘটিত শিশু গৃহকর্মী রহিমার ধর্ষণ মামলাসহ সকল শিশু ও নারী নির্যাতন মামলার দ্রুত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের কর্মরত সংস্থাসমূহ একটি সংবাদ সম্মেলন করেছে।

শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত সংস্থাসমূহের উদ্যোগে ২০১৯ সালে চট্টগ্রামের চান্দগাঁও’র এক এনজিও কর্মকর্তা কর্তৃক গৃহকর্মী শিশু রহিমাকে (১৪) গৃহে আটক রেখে ধর্ষণ মামলাসহ সকল শিশু ও নারী নির্যাতন মামলার ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংস্থাসমূহ শুরু থেকে চট্টগ্রামে শিশুর অধিকার সুরক্ষা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু শিক্ষা এবং শিশু উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন সমাজ উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আজ (শনিবার, ৩১ মে) সকাল ১১:০০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত সংস্থাসমূহের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়। এতে শিশু গৃহকর্মী রহিমার ধর্ষণ মামলাসহ সকল নারী ও শিশু, বিশেষ করে গৃহকর্মী শিশুদের অধিকার নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

শিশু রহিমার মামলার বিস্তারিত:

২০১৯ সালের ২২ জুলাই চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক করুণ ঘটনার শিকার হয় ১৪ বছর বয়সী গৃহকর্মী শিশু রহিমা আক্তার। মো: মাহাবুবর রহমান নামে একজন এনজিও কর্মকর্তা তাকে গৃহে আটক রেখে ধর্ষণ করেন। সমাজ সেবা অধিদপ্তরের জাতীয় চাইল্ড হটলাইন ১০৯৮-এ কল পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা চান্দগাঁও থানার পুলিশের সহযোগিতায় রহিমাকে আসামীর তালাবদ্ধ গৃহ থেকে উদ্ধার করেন। পরবর্তীতে, ২৩ জুলাই ২০১৯-এ রহিমার মা বিবি জহুরা চান্দগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন (মামলা নং ৪২/২০১৯)। বর্তমানে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ (মামলা নং ৭২/২০২০) চলছে এবং সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “মামলার অভিযুক্তরা বিভিন্ন প্রভাব খাটিয়ে, ভুক্তভোগী পরিবারের উপর ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করছে। আসামী প্রভাবশালী হওয়ায় মামলাটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে।”

এমন ন্যাক্কারজনক পরিস্থিতির বিরুদ্ধে চট্টগ্রামের সিভিল সোসাইটি, সাংবাদিক, শিক্ষক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা বিভিন্ন সংগঠন এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। তারা সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

বক্তাদের বক্তব্য:

বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ. কে. এম. নাজিম উদ্দিন জানান: “শিশুদের অধিকার নিশ্চিতে সুনির্দিষ্ট আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরু করা গেলেই বিচার নিশ্চিত করা সম্ভব। শিশু রহিমার ধর্ষণ মামলার ন্যায় বিচার নিশ্চিত হলে অন্য অপরাধীরা ভয় পাবে।”

বিশিষ্ট শিশু উন্নয়ন সংগঠক ও মানবাধিকার কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস রিকু জানান: “শিশুরা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের ভবিষ্যৎ রচনা করবেন তাদের বর্তমান সুরক্ষা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশু রহিমা সহ সকল শিশু নির্যাতনে দায়েরকৃত মামলার দ্রুত বিচার প্রক্রিয়া চালু করার দাবির পাশাপাশি ন্যায় বিচার ও অভিযুক্ত আসামী মাহাবুবের শাস্তির দাবী জানাচ্ছি।”

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ইয়াছমিন পারভিন জানান, “একজন ডেভেলপমেন্ট সেক্টরের মানুষের কাছ থেকে এ ধরনের নেক্কারজনক ঘটনা সকল ডেভেলপমেন্ট সেক্টরের মানুষের জন্য লজ্জার। তাই এ ধরনের মামলার দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে আর অন্য কোনো অপরাধীর সাহস না হয় এমন অপরাধ করার।”

শিশু ও যুব অধিকার কর্মী ও যুব সংগঠক এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার বলেন, “শিশুদের নিরাপত্তার কাজে নিয়োজিত সকলের দায়িত্ব এই মামলার দ্রুত নিষ্পত্তির দাবি চাওয়া। ক্ষমতার অপব্যবহার করে শিশু নির্যাতন কখনো কাম্য নয়। শিশু রহিমা’র ধর্ষণ মামলার ন্যায়বিচার দাবী করছি।”

ব্র্যাক’র বিডিসি এনামুল হাছান বলেন, “শিশু অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। যেখানে শিশুর অধিকার লঙ্ঘিত হবে, শিশু নির্যাতনের শিকার হবে সেখানে আমরা প্রতিবাদ করবো। গৃহকর্মী শিশু রহিমা যাতে ন্যায়বিচার পায়, সেজন্য আমাদের এই আন্দোলন।”

সংবাদ সম্মেলনের কার্যক্রমে:

সংবাদ সম্মেলনে শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত এনজিও সমূহের সমন্বয়কারী মাহাবুব-উল-আলমের পরিচালনায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশ’র চট্টগ্রামের প্রধান জিনাত আরা বেগম। অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শ্রমিক নেতা এ. কে. এম. নাজিম উদ্দিন, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস রিকু, নোমান উল্লাহ বাহার, ইয়াছমিন পারভিন এবং মাহাবুব-উল-আলম। উপস্থিত অংশগ্রহণকারী সবাইকে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার এবং ন্যায়বিচারের প্রতিষ্ঠার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহবান ও অনুরোধ জানানো হয়।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker