চট্টগ্রাম

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি কাজী আবুল মনসুর, সম্পাদক গোলাম মাওলা মুরাদ

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য কাজী আবুল মনসুরকে পুনরায় সভাপতি ও গোলাম মাওলা মুরাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী আবুল মনসুর (উপসম্পাদক – প্রতিদিনের সংবাদ) পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান-বৈশাখী টিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

আজ (শনিবার, ৩১ মে) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সিআরএফ’র বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন আলীউর রহমান (নির্বাহী সম্পাদক-পূর্ববার্তা), সহ-সভাপতি হাসান মুকুল (ব্যুরো প্রধান- দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার-মানবকন্ঠ), অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী (সিনিয়র রিপোর্টার-দৈনিক পূর্বদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ (স্টাফ রিপোর্টার- এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (বিশেষ প্রতিনিধি-সিএইচডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ (বার্তা সম্পাদক-চাটগাঁ নিউজ), দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ (ডেপুটি ব্যুরো প্রধান-আজকালের খবর), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার- বাংলা টিভি)।

এছাড়া সংগঠনের ৪ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন কামরুল হুদা (সম্পাদক-নিউজ গার্ডেন), সজল কান্তি চৌধুরী (বিশেষ প্রতিনিধি-কমার্শিয়াল টাইমস), মোহন মিন্টু (সম্পাদক – খাস খবর নিউজ) ও মুজাহিদুল ইসলাম (নির্বাহী সম্পাদক- দৈনিক সমর)।

বিশেষ এই সাধারণ সভায় কাজী আবুল মনসুর বলেন, “সিআরএফ পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন। এই সংগঠন নিয়ে শুরুতে যারা স্বপ্ন দেখেছেন এবং যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আগামী ৩ বছরে এই কমিটি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে হাউজিং প্রকল্প, পেশাগত প্রশিক্ষণসহ একগুচ্ছ পরিকল্পনা সবার সহযোগিতায় বাস্তবায়ন করবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, কামরুল হুদা, সদস্য এস এম পিন্টু

সিআরএফের সাধারণ সভা ও কমিটি গঠন শেষে নবগঠিত কমিটি ও সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ ফুল দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটিকে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker