চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার তা প্রকাশ পায়। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত ৪ তলা ভবনের চতুর্থ তলায় উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
এদিকে, এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার একদিন পার হলেও আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত চুরি হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিনের হদিস মিলেনি।
এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। তার অভিযোগ, বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। এরই মধ্যে এ ঘটনায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা রুজু হয়েছে।
তাছাড়া ওই ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানা পুলিশের সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবলয় এলাকায় পিস্তল চুরির ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, চুরি হওয়া পিস্তল ও গুলি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুত তা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের আটক করা যাবে।