ব্রাহ্মণবাড়িয়া

পথশিশুদের মুখে হাসি ফোটাতে হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ এর উদ্যোগে ১৫০ জনের অধিক পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলখানা ১.নং পুলিশ ফাড়ি ও পৌর মুক্ত মঞ্চ সহ ফকিরাপুলে থাকা অসহায় পথশিশু দের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু কিশোর এর নেত্রী ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সেচ্ছাসেবী, ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা এর পরিচালক কোহিনূর আক্তার ও হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বায়েজিদ আহমেদ ফারদিন, মোজাহিদ আরাবি, তাহমিনা উদ্দিন, ফারিয়া তাসনীন বর্ষা, উক্ত অনুষ্টানে আর্থিক সহায়তা করে পাশে ছিলেন Faria’s Makeover Studio & Mirror Skin

Image

এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু বকর মোহম্মদ আয়মান, হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম, হাফেজ শরিফ, রমজান মাহমুদ,  মোহাম্মদ ওসামা বিন তাজ, আমির হামজা, মুত্তাকিন রহমান, রায়হান, আব্দুর রহমান, আদ্রিতা আশা, আফরুজা চৌধুরী সহ আরও অনেকে।

সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে বায়েজিদ আহমেদ ফারদিন মোজাহিদ আরাবি তাহমিনা উদ্দিন ও ফারিয়া তাসনিন বর্ষা বলেন, “মানবতার কল্যানে আমাদের পথচলা” –এই স্লোগান কে সামনে রেখে আমাদের মানবিক ও সামাজিক কার্যক্রম করার অঙ্গিকার করছি, আমরা চাই সমাজের গরীব, দরিদ্র সকলেই যাতে তাদের মৌলিক অধিকার পায়।

সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রচেষ্টায় আমাদের সহযোগী সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস, কর্মকর্তা, কর্মচারী, সাধারন জনগন। আমরা চাই সবাই মিলে একসাথে এই প্রচেষ্টায় সফলতায় পৌঁছাব।সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ সামাজিক সংগঠনের প্রতিটি সদস্যকে কাজের মাধ্যমে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাসেবী হয়ে ওঠার লক্ষ্যে ক্ষমতায়িত করা।

শিশু কল্যাণঃ এলাকার গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার জন্য গণশিক্ষা কেন্দ্র/পাঠাগার প্রতিষ্ঠা করা এবং দরিদ্র শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং শিশুদের বাল্যবিবাহ রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা। মহান রব আমাদের এই পথচলায় সহায় হোন, সকলের দোয়া ও সুপরামর্শ কামনা করছি। উল্লেখ্য “হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ” এর এই উদ্যোগটি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে এবং এটি এক অনুকরণীয় দৃষ্টান্ত।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker