ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির গরু নিয়ে টিটকারির জের ধরে আহত -১ ও নিহত-১

“ফইন্নির পোলারা খাইতে পায় না আবার ২ লাখ দিয়ে কোরবানির গরু কিনে ” এই টিটকারীর জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ঈদের দিন নিহত ১ 

১৭/৬/২৪ ইং রোজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় “ফকিন্নির পোলারা খাইতে পায় না আবার ২ লাখ দিয়ে কোরবানির গরু কিনে ” এই টিটকারীর জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ঈদের দিন সকালে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

এর আগে রবিবার ৬ টার সময় আবুল হোসেন এর প্রতিপক্ষ সামাদ হাজীর গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হলে এতে আবুল হোসেন ও তার ভাই আবু সাঈদ গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় আবুল হোসেন কে ঢাকায় রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ঈদের দিন সকাল ৭ টায় আবুল হোসেন মারা যান। 

নিহত আবুল হোসেন আখাউড়া উপজেলাস্থ ধরখার ইউপি’র রুটি গ্রামের মৃত মো: হাসু মিয়ার পুত্র। নিহত আবুল হোসেন এর প্রতিপক্ষ একই এলাকার মৃত মান্নান হাজীর পুত্র সামাদ হাজীর গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত আদালতে মামলা চলমান ছিলো। 

আবুল হোসেন ও তার ভাই আবু সাঈদ মিলিত হয়ে বাড়ির পাশের এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা দিয়ে কোরবানির জন্য একটি গরু ক্রয় করেন। এটা দেখে প্রতিপক্ষের সামাদ হাজী টিটকারী করে মানুষের কাছ বলতে থাকেন ” ফকিন্নির পোলারা ভাত খাইতে ভাত পায় না আবার ২ লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনছে!” 

তখন নিহত আবুল হোসেন ও তার ভাই আবু সাইদ এই কটুক্তির প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে এ সংঘর্ষে আবুল হোসেন ও আবু সাঈদ গুরুতর আহত হন।  

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। এবং অভিযুক্ত আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের স্পেশাল টীম অভিযান চালাচ্ছে।

Author

দ্বারা
দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker