বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ও সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ এই দুই উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ার গরু বাজার থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা হোসাইন (৩২) নামের এক যুবক। তিনি সম্পর্কে নিহতের ভাতিজা হন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, বাজারে গরু বিক্রি করে তারা বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে কালু মিয়া নিহত হন। আর ওনার সাথে থাকা হোসাইন আহত হন। তাদের বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে একইদিনে সন্ধ্যায় জেলার নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে মো: জনি (২৫) নামের (নৌকার) এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার বাইশমৌজা গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি সরাইল উপজেলাস্থ পানিশ্বর গ্রামের মিয়া শাহের ছেলে।
পরে তাকে তাৎক্ষনিকভাবে অচেতন অবস্থায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।