আজ ১২/৫/২৪ ইং রোজ বুধবার সকাল ৮:৩০ মিনিটে ভৈরব রেলসেতুতে একটি গরু ছুটে গিয়ে উঠে পড়ে। সেতুতে উঠেই গরুর পেছনের দুটি পা ফাঁকায় ঢুকে গিয়ে ফেঁসে যায়।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে ওঠার আগেই এক যুবক পরনের লাল শার্ট উড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করলে যথাসময়ে চালক ট্রেনটি থামান। ট্রেন চালকের সতর্কতায় তখন প্রানে বেচে যায় আটকে যাওয়া গরুটি। এ ঘটনায় ট্রেনটি প্রায় আধা ঘন্টা আটকা ছিল।
প্রায় আধা ঘন্টা পর এলাকাবাসীর চেষ্টায় গরুটিকে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি সর্তকতার সহিত রেলসেতু অতিক্রম করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানায়, আজ বুধবার ঢাকা- চট্রগ্রাম ডাউন লাইনের পাশে গোরবানীর পশুর হাট বসেছিল। এই সময় ওখান থেকে একটি বড় আকারের কোরবানির গরু ছুটে রেললাইনের উপর দিয়ে দৌড়িয়ে ভৈরব রেলসেতুর উপরে উঠলে রেললাইনে গরুটির পা আটকিয়ে যায়।
পরে ট্রেন চালকের সতর্কতায় গরুটি প্রাণে বেচে যায়।