ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা; পিকআপ ভ্যান জব্দ, চালক পলাতক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় কাজী রেদোয়ান (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত রেদোয়ান উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ কাজী বাড়ির বাসিন্দা।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান রেদোয়ানের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।