কসবায় শানে সাহাবার উপজেলা কমিটি গঠন ও ইমাম-খতীব কনফারেন্স সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ইমাম-খতীবদের সংগঠন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন-এর কসবা উপজেলা কমিটি গঠন এবং একটি ইমাম-খতীব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ইমাম-খতীবদের প্রাণের সংগঠন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর কসবা উপজেলা কমিটি গঠন ও ইমাম-খতীব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শানে সাহাবার কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রউফ হাশেমীর সভাপতিত্বে এবং মুফতি আমানুল্লাহ আমানীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
আলোচনায় বক্তারা ইমাম-খতীবদের চলমান সমস্যাগুলোর কথা তুলে ধরে বলেন, শানে সাহাবা কোনো প্রচলিত ইসলামি সংগঠনের বিরোধী নয়; বরং এটি ইমাম-খতীবদের নিরেট স্বার্থে কাজ করে যাচ্ছে।
সমাজের মুসল্লিরা মুখে মুখে ইমামকে নেতা বললেও বাস্তবে সেই মর্যাদা তারা দেন না। এই বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। শানে সাহাবা ইমাম-খতীবদের বিপদে প্রকৃত আশ্রয়স্থল উল্লেখ করে বক্তারা বলেন, এখনই ঐক্যবদ্ধ না হলে অতীতের চেয়েও কঠিন পরিস্থিতি সামনে আসতে পারে।
জেলা সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া আধ্যাত্মিকতা ও ইলমের শহর। এখান থেকে ঐক্যবদ্ধ বার্তা দিয়ে জনগণকে জানাতে হবে – ইমামগণ একা নন, এদের উপর নির্যাতন করা হলে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
আলোচনা শেষে মাওলানা আব্দুর রউফ হাশেমীকে সভাপতি এবং ক্বারী বাক্বী বিল্লাহ জালালীকে সেক্রেটারি করে ৫১ সদস্য বিশিষ্ট কসবা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। দোয়ার মধ্য দিয়ে কনফারেন্সের সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম, কসবা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।