‘ফ্যাসিবাদের আমলেও জনগণের পাশে ছিলাম’: নূরে আলম ছিদ্দিকী
বিগত ১৭ বছর ধরে আন্দোলন, হামলা-মামলার মধ্যেও বিএনপির কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী। তিনি দাবি করেন, "বিএনপির ফ্যাসিবাদ কিংবা শেখ হাসিনার শাসনকাল—কোনো কিছুর ভয় করিনি। জনগণের অধিকার রক্ষায় অদম্য সাহস নিয়ে সবসময় মাঠে থেকেছি, আজও আছি।"
বিগত ১৭ বছরের আন্দোলন, হামলা – মামলার মধ্যেও বিএনপির প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে নূরে আলম ছিদ্দিকী বলেন, বিএনপির ফ্যাসিবাদ কিংবা শেখ হাসিনার শাসনকাল—কোনো কিছুর ভয় করিনি। জনগণের অধিকার রক্ষায় অদম্য সাহস নিয়ে সবসময় মাঠে থেকেছি, আজও আছি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া – ৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী, রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নূরে আলম ছিদ্দিকী বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, হয় পদ না হয় এমপি অর্থাৎ দলীয় ভাইটাল পোষ্ট যে বহন করবে সে এমপি নয়। আমি নেতার এ কথাকে ধারণ করেই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাকে চায়। যদি কোনো রকম ম্যাকানিজম না থাকে, তবে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ বিজয়ী হবো। দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানাচ্ছি। গত ১৭ বছর ধরে আন্দোলন, হামলা-মামলার মধ্য দিয়েও দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম। অনেকের মতো মামলা হামলার ভয়ে আমি কখনও এলাকা ছাড়া ছিলাম না।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট এম এ করিম, সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহ্বায়ক এডভোকেট মোঃ মাসুদুর রহমানসহ বাবুল খান, মোঃ আহমেদ শিপন ও মইনুল প্রমুখ নেতৃবৃন্দ।