প্রযুক্তি উদ্ভাবক নাবিলের পাশে তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রযুক্তি উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নাবিলের গবেষণা ও উদ্ভাবনী কাজে উৎসাহ জোগাতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলের পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় নাবিলের গ্রামের বাড়িতে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় তিনি নাবিল ও তার টিমের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গবেষণা ও উদ্ভাবনী কাজে উৎসাহ জোগাতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন।
নাবিলের হাতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
নাবিলের উদ্ভাবিত ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসটি শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুমাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম। তার উদ্ভাবিত অ্যাপটিতে রয়েছে, জরুরি হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।
উল্লেখ্য, এই অ্যাপটি ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্র ও তুরস্কে আয়োজিত দুটি আন্তর্জাতিক সম্মেলনে নাবিল তার উদ্ভাবন প্রদর্শন করবে বলেও জানা যায়।