গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ছাত্র-জনতা
কুমিল্লায় এনসিপি সমর্থকদের ১৫ মিনিটের অবরোধে তীব্র যানজট
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা ও এনসিপি সমর্থকরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে কুমিল্লা শহরের কাউতলী এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন, ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, বিকেলে জেলা শহরের টেঙ্কেরপাড় এলাকা থেকে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী এলাকায় মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা এ সময় “গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই“, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার?“, “সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে“, “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার“, “ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ“— এসব স্লোগান দিতে থাকেন।
তবে ১৫-২০ মিনিট পর তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে অবরোধ তুলে নেন। এতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
এনসিপি নেতাদের দাবি, গোপালগঞ্জে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করা হয়েছে। এরই প্রতিবাদে সারাদেশে তারা কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন।