ব্রাহ্মণবাড়িয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৭২ সালের 'জুলাই গণঅভ্যুত্থান'-এর শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম এর উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় **১৯৭২ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে** শহীদ ছাত্র ও জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
**সোমবার (১৪ জুলাই)** শহরের পৌর মার্কেটের সামনে এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক **মোঃ দিদারুল আলম**।
স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে **মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের** পরিকল্পনায় এবং **গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের** অধীন **গণপূর্ত অধিদপ্তরের** বাস্তবায়নে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শহীদ স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মকে সেই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানাতে সহায়ক হবে।”
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, **১৯৭২ সালের ১৭ জুলাই** তৎকালীন সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হন কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ। সেই স্মৃতিকে ধারণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।