স্কুল প্রতিষ্ঠার ৪৩ বছর পর প্রথম গোল্ডেন জিপিএ-৫, ইতিহাস গড়লো আফরোজা
৪৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ইতিহাস গড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্মমঠ উচ্চ বিদ্যালয়। মানবিক বিভাগ থেকে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে আফরোজা আক্তার রাইসা, যার সাফল্যে স্কুলজুড়ে এবং তার নিজ গ্রাম দক্ষিণ টনকীসহ আশেপাশের এলাকায় বইছে আনন্দের বন্যা।
৪৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ইতিহাস গড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার **কর্মমঠ উচ্চ বিদ্যালয়**। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে **আফরোজা আক্তার রাইসা**।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে এতদিন কেউ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এই প্রথম কোনো শিক্ষার্থীর এমন অর্জনে স্কুলজুড়ে এবং পুরো দক্ষিণ টনকী গ্রামসহ আশেপাশের এলাকায় বইছে আনন্দের বন্যা।
আফরোজা আক্তার রাইসা দক্ষিণ টনকী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য **মো. আব্দুল হান্নানের** মেয়ে। মেয়ের এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত বাবা বলেন, “পড়াশোনায় ওর আগ্রহ ছিল, আমি সর্বোচ্চ সহযোগিতা করেছি। মেয়ের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। বাকিটা আল্লাহর হাতে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক **মো. জাকির হোসেন** বলেন, “এটা আমাদের স্কুলের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আফরোজার এই সাফল্য শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রমেরই ফসল।”
চলতি বছর কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫২ জন, পাসের হার **৭৮.৭৯ শতাংশ**। উপজেলায় তৃতীয় অবস্থানে রয়েছে বিদ্যালয়টি।
এ বছর আখাউড়া উপজেলায় মোট ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের আফরোজা আক্তার রাইসার ফলাফলকে উপজেলাবাসী মনে করছেন একটি অনুপ্রেরণার নতুন সূচনা।