ব্রাহ্মণবাড়িয়া

ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ৮ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। জননিরাপত্তা নিশ্চিতে এলাকায় টহল জোরদার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের **৮ সদস্যকে গ্রেফতার** করেছে থানা পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত **৩ জুলাই (বুধবার) গভীর রাতে** চান্দুরা ইউনিয়নের রামপুর বাজার সংলগ্ন রামপুর ব্রিজের উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদল অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) **শহীদুল ইসলামের** নেতৃত্বে এসআই **অলী উদ্দিনসহ** পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু ডাকাত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮ জন ডাকাত ও একটি **মাইক্রোবাস (TOYOTA NOAH, রেজিঃ DHAKA METRO-CHA-11-5013)** সহ গ্রেফতার করা হয়।

  • **জলিল মিয়া (৩৪)**, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • **শাহ আলম (২৬)**, মাধবপুর, হবিগঞ্জ
  • **মনির মিয়া (২১)**, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • **বিধান সরকার (২১)**, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • **লাল বাদশা ওরফে জামাল (৩২)**, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • **মো. গাজীউর রহমান (৩৫)**, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • **আবুল কাশেম (২৬)**, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • **ফয়েজ মিয়া (২২)**, মাধবপুর, হবিগঞ্জ

  • একটি ব্যাগে থাকা দুটি ধারালো ছুরি
  • একটি দা
  • একটি শেভিং খোর
  • দুটি লোহার ও এসএস পাইপ (প্রায় ২৯-৩৫ ইঞ্চি দৈর্ঘ্য)
  • একটি TOYOTA মাইক্রোবাস (উভয় পাশে NOAH লেখা রয়েছে)

পুলিশ জানিয়েছে, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত আলামত তালিকাভুক্ত করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে **বৃহস্পতিবার সকালে** বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজয়নগর থানার ওসি **শহীদুল ইসলাম** জানান, “এ ঘটনায় পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

Author

মো: মেহেদী হাসান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker