কসবায় ইউপি কার্যালয় থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা নোয়াব মিয়াকে তার কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেহারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা **নোয়াব মিয়াকে** গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য।
মঙ্গলবার (২৪ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেই তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহারী ইউপির নির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুর্শেদ প্রায় দুই বছর আগে বিদেশে (ইতালি) চলে যান। তখন থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নোয়াব মিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) **মোহাম্মদ আবদুল কাদের** বলেন, “নোয়াব মিয়াকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, অন্যদিকে কেউ কেউ গ্রেফতারকে আইনগত প্রক্রিয়ার অংশ বলেও দেখছেন।