চট্টগ্রামে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট পরিচালনা
ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় রোধে চট্টগ্রামের এ কে খান মোড় ও চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৪টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রতিবছর পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অতিরিক্ত বাস ভাড়া দাবি করে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করতে দেখা যায়। যাত্রীদের ভোগান্তি লাঘব এবং বিআরটিএ নির্ধারিত বাসভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ’র সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৩ জুন মঙ্গলবার নগরীর এ কে খান মোড় এবং চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি, জান্নাতুল ফেরদাউস এবং সুমন মন্ডল অপু।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়, রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে পরিবহন যান ব্যবহারসহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪টি মামলায় ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় এ কে খান মোড় এলাকায় ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জোনাকি, শাহি পরিবহন, এস আলম, দাউদকান্দি পরিবহন, মার্সা, সৌদিয়া পরিবহন সহ বেশ কিছু টিকেট কাউন্টার তদারকি করা হয়।
জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে—
“নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”