পটুয়াখালী

পুলিশ ও গ্রামবাসীদের গুলি করে পালালো ডাকাত দল

পটুয়াখালীতে ডাকাতের গুলিতে পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। সোমবার দিবাগত আড়াইটার দিকে জেলার কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের পৌর ঘোজা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মহিপুর থানার এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, গ্রামবাসী দুলাল ও মোটরসাইকেল চালক ইউসুফ।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে পৌর ঘোজা এলাকার আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির চেষ্টা চলছিল। চার-পাঁচ জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে হানা দিয়ে হাতুড়ি দিয়ে জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ঘরের লোকজনের চিৎকারে এলাকাবাসীসহ পাঁচজনের টহল পুলিশ এগিয়ে আসে। পরে ডাকাতরা পুলিশ ও গ্রামবাসীর ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে দুই পুলিশ ও দুই সাধারণ মানুষ আহত হন। এ ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আহতদের হাতে ও পায়ে গুলি লেগেছে। গুলির ধরণ দেখে ধারনা করা হচ্ছে শট গানের গুলি তাদের ওপর ছোঁড়া হয়েছে।

চিকিৎসা শেষে চারজনই সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ডাকাতদের আটকে অভিযান চলছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker