বরগুনার আমতলী সাংবাদিক ফোরামের (এএসএফ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রোজ ক্যাফে গার্ডেনে মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মো: আতিকুর রহমান সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সোনালী খবরের মাসুম বিল্লাহ কে সভাপতি ও শ্রী মিথুন কে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আতিকুর রহমান (গণজাগরণ), সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন (দৈনিক দেশের পত্র), সহ-সভাপতি গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম (স্বাধীন ভোর), মো: মিরাজ শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক (বঙ্গ টিভি), মাও: মো: শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (দেশ বুলেটিন), মোহাম্মদ এনায়েত হোসেন কোষাধক্ষ্য (দৈনিক গণজাগরণ), মো: আলী ইমরান প্রচার সম্পাদক (bd24mil), হাবিবুর রহমান দপ্তর সম্পাদক (দৈনিক সারা বাংলা), মো: মিরাজ সমাজকল্যাণ সম্পাদক (দৈনিক প্রথম বাংলাদেশ) করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, মো: ইউসুফ আলী (দৈনিক বিশ্ব মানচিত্র) ও মো: অলিউল্লাহ (দৈনিক কালের প্রতিচ্ছবি)।