বরগুনার আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার করে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ওই এলাকায় প্রায় দেড় হাজার সাধারণ জনগন মানববন্ধন করেন।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১২ টার দিকে আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট চলাভাঙ্গা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, হিমু আকন, মেহেদী রাকিব ও সামসুল হক চৌকিদারসহ ২০-২৫ টি মোটর সাইকেল নিয়ে চলাভাঙ্গা গ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রীড উপ- কেন্দ্রের শ্রমিক সরবরাহকারী হুমায়ুন কবির মিল্টনের মুদি দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর, টাকা লুটপাট করে নিয়ে মিথ্যা মামলা দায়ের করেন।
এ সময়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আ: সওার মৃধা, হুমায়ুন কবির (মিল্টন মৃধা), মনির খলিফা, মিজান দেওয়ান, মোমেন আকনসহ হাজার হাজার স্থানীয় জনতা।
বক্তারা বলেন, সদস্য সচিব তুহিন মৃধা, হিমু আকন, মেহেদী রাকিব ও শামসুল হক চৌকিদার সহ চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানায় এলাকাবাসী সাধারণ জনগণ। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের এমন কর্মকান্ডে তীব্র নিন্দা প্রতিবাদ জানায়।