বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী বাজার এ মনিটরিং ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।
শনিবার (১০ আগস্ট) এই দৃশ্য দেখা যায়। তারা জানায়, আজকে চুনাখালী সাপ্তাহিক বাজারের দিন। তাই যানজট অনেক বেশি। এছাড়াও ট্রাফিক পুলিশ না থাকায় অল্পতেই যানজট সৃষ্টি হয়। তাই আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি।’
এবিষয়ে শিক্ষার্থী মাহফুজুর, বাহাউদ্দিন, তিসানসহ সকলে বলেন, “এই দেশটা আমাদের, এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের। এই ব্যাপারে সকল শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। তরুণদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তারা যেকোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর।