আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি পরিতোষ, সাধারণ সম্পাদক কাওসার
উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এতে পরিতোষ কর্মকার সভাপতি ও এইচএম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক পদে এইচএম কাওসার মাদবর বিজয়ী হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি ইকবাল তালুকদার ও মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিথুন কর্মকার।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসিম উদ্দিন সিকদার। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।