রক্তে লেখা স্মৃতি: ‘জুলাই পূর্ণ জাগরণ ২০২৫’ – শিশু শহীদদের স্মরণে আবেগঘন আয়োজন
বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই পূর্ণ জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ২০২৪ সালের জুন ও জুলাই মাসের সহিংসতায় শহীদ হওয়া শিশুদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল থিম ছিল ২০২৪ সালের জুন ও জুলাই মাসে সহিংসতার শিকার হয়ে শহীদ হওয়া শিশুদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ। শিশুদের সাহস, ত্যাগ ও বেদনার এই অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। প্রধান কর্মসূচিগুলোর মধ্যে ছিল:
- কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,
- দেশপ্রেমভিত্তিক রচনা প্রতিযোগিতা,
- চিত্রাঙ্কণ ও দেয়াল পত্রিকা উপস্থাপন,
- গান ও আবৃত্তি,
- পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিশেষ আকর্ষণ ছিল “জুলাই ২৪” ঘটনা অবলম্বনে নির্মিত একটি সচেতনতামূলক তথ্যচিত্র/চলচ্চিত্র প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় ২০২৪ সালের শিশু শহীদদের জীবনের শেষ মুহূর্ত ও তাদের স্বপ্নভঙ্গের নির্মম বাস্তবতা। চলচ্চিত্রটি শিক্ষার্থীদের মধ্যে গভীর আলোড়ন তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষানুরাগীরা। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির। তিনি বলেন,
“শিশু শহীদদের আত্মত্যাগ যেন ভুলে না যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই অনুষ্ঠানমালার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইতিহাস জানবে, অনুভব করবে এবং নিজের ভিতরে মানবিকতা ও দেশপ্রেম গড়ে তুলবে— সেটাই আমাদের মূল উদ্দেশ্য।”
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—সবাই অনুষ্ঠানটির সফলতা ও তাৎপর্যে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।