বরগুনার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ইজারাদার তৌহিদুল স্টোর ও পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ মানববন্ধন করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পরে বেতাগী বাসস্ট্যান্ডের চৌমাথায় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন খান দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেছে। ৫ আগস্টের পরে হিন্দুদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। মানববন্ধনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছে।
বিভিন্নজনকে হুমকি দমকি দিচ্ছে। গত ৫ আগস্ট পরে নিরীহ হিন্দুদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নিচ্ছে। বিভিন্ন অপকর্ম করে দলের বদনাম করছে। দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে তার বহিষ্কারের দাবি করছি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান তার নিজস্ব বাহিনী দ্বারা দলের পদপদবী ব্যবহার করে অফিস আদালত ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আলম স্বপন বলেন, ‘বাংলা নববর্ষ ১৪৩২ সালে বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহনে তৌহিদুল স্টোরের স্বত্বাধিকারী খোকন হাওলাদার ইজারাদারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইজারাদার তৌহিদুল স্টোরের নামে রশিদ ছাপিয়ে নেছার উদ্দিন খান টোল আদায় করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আলম স্বপন এবং বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদলের সভাপতি মো. খোকন হাওলাদার।
এবিষয় উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব মো: গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, উপজেলা বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করলে তার দ্বায়ভার দল নেবে না। দলীয় পরিপন্থী কোন কাজ করা হলে দলের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানকে ফোন করলে তিনি কোনো সাড়া দেননি।