কিশোরগঞ্জে হোসেনপুরে যথা যোগ্য মর্যাদায় পালন করা হয়,বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস।
সকাল সাড়ে ৯টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা:সৈয়দা জাকিয়া নুর লিপি, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন সংসদ সদস্য ডা: জাকিয়া নুর লিপি। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ,হোসেনপুর পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর-কটিয়াদি সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী শরিফ, স্বেচ্ছাসেবক লীগের পক্ষে হাকিম তানিম, উপজেলা ছাত্রলীগের পক্ষে আহাদুল ইসলাম।, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মুতি সংসদ,হোসেনপুর সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ মো:ওয়াহিদুজ্জামন,
হোসেনপুর মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মো:মোছলেহ উদ্দিনখান, হোসেনপুর বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হোসেনপুর ফায়ার সার্ভিসের পক্ষে স্টেশন অফিসার রাকিবুল হাসান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হোসেনপুর জোনাল অফিসের পক্ষে ভারপ্রাপ্ত ডিজিএম মো: আলী হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মো:জিয়াউর রহমান প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে ১৫ আগস্ট এর তাৎপর্য তোলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন; সাংসদ জাকিয়া নুর। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো:জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক,জেলা আ’লীগের সদস্য এমএ হালিম প্রমুখ।
পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ হল রুমে ৭টি অসহায় পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী ও ৪জন শিক্ষার্থীর মাঝে ১ বছরের শিক্ষা সহায়তা প্রদান করেন। সর্বশেষ সকাল সাড়ে ১১টায় স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়াম হল রুমে এতিম শিশুদের নিয়ে ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।মোনাজাত শেষে উপজেলার ৮৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও ১৪টি মসজিদের ইমামদের মাঝে মাননীয় প্রধানমস্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরে দুটি মাদ্রাসায় এতিম বাচ্চাদের মাঝে উন্নত মানের খাদ্য সামগ্রী পরিবেশন করা হয়েছে।