টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার মো. মিজানুর রহমানের সাথে কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকাল পাঁচটায় কালিহাতী নার্সিং ইনস্টিটিউট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, সাবেক কোষাধ্যক্ষ এম এম হেলাল, সদস্য সাব্বির আহমেদ আব্বাসী, আতোয়ার রহমান ও সোলায়মান খান ।
এসময় কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার মো. মিজানুর রহমান প্রতিষ্ঠানটির কল্যাণে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।