নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে এক জনের মৃত্যু, দু’জন আহত। আহতরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ১২ আগস্ট উপজেলার কাশিম্বি (মদনা পাড়া) গ্রামের মোতাজুলের ছেলে সাদ্দাম হোসেন (৩০), গোলজার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮) ও ফেরদৌস হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৪) ৩ জন মিলে একটি পুকুরে মাছ ধরতে যায়। দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে বজ্রপাতে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।
আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে তাদের পারিবারক সুত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মোয়াজ্জেম (বাবু) জানায়, সাদ্দাম, সোহাগ ও মেহেদী ৩ জন মিলে পুকুরে মাছ ধরার সময় আকাশ মেঘাছন্ন হয়ে বৃষ্টির পানি ঝরতে শুরু করে এবং আকাশে বিদুৎ চমকাতে থাকে। এ অবস্থায় ৩ জন একটি ছাতার নিচে আশ্রয় নেয়। কিছু ক্ষন পর আকাশ থেকে বজ্রপাত হলে সাদ্দামের মৃত্যু হয় এবং অপর দু’জন মেহেদী ও সোহাগ গুরুতর আহত হয়। এ সময় তাদের কাছ থেকে আমি ১২-১৪ ফিট দূরে কৃষিকাজ করছিলাম।