বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র জামালপুর কর্তৃক আয়োজিত বিনাধান ১৯ এবং বিনাধান ২১ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (০৯ আগষ্ট) জামালপুরের চন্দ্রায় উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শামীম আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্বনাব ফরিদ আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ ।
এসময় উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফরিদ আহম্মেদ বলেন, বিনাধান ১৯ এর ক্ষেত্রে প্রচন্ড খরার সময় গাছের বাড়বাড়তি বন্ধ থাকে । আবার যখন অনুকূল পরিবেশ আসলে তখন দ্রুত বাড়বাড়তি সম্পন্ন করে স্বাভাবিক ফলন দিতে সকয়,
বৃষ্টি নির্ভর তাই সেচের পানি সাশ্রয়ী।পাহাড়ি এলাকায় ডিবলিং পদ্ধতিতে চাষে ভালো ফলন দেয়।
বিনাধান ১৯ এবং বিনাধান ২১ চাষের মাধ্যমে দুই ফসলী জমিকে চার ফসলি জমিতে পরিণত করা সম্ভব হয়েছে ।
বিনাধান ১৯ এবং ২১ চাষাবাদ করে কৃষকেরা অনেক খুশি এবং লাভবান হয়েছে ।