নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, আ’লীগ নেতা মাহফুজুর রহমান মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান (বকুল), উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ। পরে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মী শেখ কামালের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।
Subscribe
Login
0 Comments
Oldest