নওগাঁর ধামইরহাটে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন উপজেলার সাহাপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ হবিবর রহমান। মুক্তিযোদ্ধা হবিবর ২৮ জুলাই সন্ধ্যা ৬ টার সময় ধামইরহাট প্রেসক্লাবে উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, প্রতিবেশী মৃত শামছুদ্দিন ইসলামের ছেলে আফজাল হোসেন ও মৃত আঃ জব্বারের স্ত্রী মাহমুদা বেগম আমার বাড়ি সহ পার্শ্বের বাড়ির লোকজনের দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি অন্যায়ভাবে মাটি ভরাট এবং ইটের প্রাচির নির্মাণ করে আমাদের যাতায়াত বন্ধ করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন কমিউনিটি ক্লিনিক ও নুরানী মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা গেজেট নং- ১৭৩৮, মুক্তিবার্তা নং- ০৩০৫০৯০১৩৬ । বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোথাও সঠিক বিচার না পেয়ে গণমাধ্যমের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তিনি বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান ওসমান আলীকে অবহতি করেছি। তিনি সুরাহা করার আশ্বাস দিলেও অদ্যবদি কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে আমার পরিবারের সদস্যসহ অন্যান্য পরিবারের লোকজন খুব কষ্টে যাতায়াত করছে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
Subscribe
Login
0 Comments
Oldest