গঠনতন্ত্র বিরোধী কার্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ধামইরহাট প্রেসক্লাবের
সহযোগী সদস্য রেজুয়ান আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার ২৭ জুলাই তাকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন সন্ধ্যায়
প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ মন্ডল। প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ অন্যান্য সদস্য বক্তব্য রাখেন। সভায় ধামইরহাট প্রেসক্লাবের সহযোগী সদস্য রেজুয়ান আলমের সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যগণ সহযোগী সদস্য রেজুয়ান আলমকে প্রেস ক্লাব থেকে বহিষ্কারের প্রস্তাব তোলেন।
এ প্রস্তাবটি সর্বসন্মতিক্রমে গ্রহীত হয়। এ ব্যাপারে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (বাবু) বলেন, সাংবাদিক ও প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে সহযোগী সদস্য রেজুয়ান আলমের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে রেজুয়ান আলম অপরাধ মুলক কোন কর্মকান্ডে জড়িয়ে গেলে ধামইরহাট প্রেসক্লাব তার দায়ভার গ্রহন করবেনা। তার বহিষ্কারের সিদ্ধান্ত লিখিত ভাবে বিভিন্ন দফতরে জানানো হবে।
Subscribe
Login
0 Comments
Oldest