” তুচ্ছ নয় রক্ত দান,বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানে উজ্জীবিত হয়ে দেশের প্রায় আনাচে কানাচে তৈরি হচ্ছে অসংখ্য রক্তযোদ্ধা।
নিজের শরীরের রক্ত দান করে বহু মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে পাগলের মতো কাজ করে যাচ্ছে রক্তদানকারী স্বেচ্ছাসেবকরা।
নানা প্রতিকূলতা ডিঙিয়ে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত ভাবেই প্রতিনিয়ত ছুটে চলেন রক্তদানের জন্য।
তাদের ই একজন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্য মাহফুজুর রহমান।
এক হাতের কব্জি নেই, তবুও নিয়মিত রক্তদান করে যাচ্ছেন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে।
টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন শুভূল্যা দেওভোগ গ্রামের ছেলে মাহফুজুর রহমান চতুর্থ শ্রেনীর ছাত্র থাকা অবস্থায় বিদ্যুৎস্পিস্ট হয়ে বাম হাতের কব্জি হারাতে তাকে।
২০১৭ সাল থেকে নিয়মিত রক্তদান করে যাচ্ছেন কব্জি হারানো মাহফুজুর।
এর আগে তিনি নিকটতম আত্নীয়দেরও ৪ বার রক্তদান করেছেন।
বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর সদস্য হয়ে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক মূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন; সমাজে যেখানে অনেক সুস্থ মানুষ নানা রকম অজুহাত দেখিয়ে রক্তদান কে এড়িয়ে চলে, সেখানে মাহফুজুর রহমান নিজের শারীরিক প্রতিবন্ধকতা কে পিছনে ঠেলে নিয়মিত রক্তদান করে যাচ্ছেন।
মাহফুজুর রহমানের মত এমন একজন কে আমার সংগঠনের সদস্য করতে পেরে সত্যি ই আমি গর্বিত।
দেশের মানুষের উচিৎ অন্তত মাহফুজুর কে দেখে হলেও সবাই রক্তদানে এগিয়ে আসতে আহবান করছি।