কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতীতে স্বাস্থ্য কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য কর্মীদের মাঝে ওই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
এসময় উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সকল পর্যায়ের স্বাস্থ্য কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মাসুম আল মাহমুদ।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল সার্জিক্যাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লঘো যুক্ত কাপড়ের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গগজ।