প্রাণঘাতী কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে জামালপুর রেলওয়ে ষ্টেশনের কুলি ও রেলওয়ে ষ্টেশন এলাকার কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রির উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে জামালপুর রেলওয়ে ষ্টেশনে ৪৩০ টি কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও নগদ ২০০ করে টাকা সহ প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
বরাবরের মতো এবারো এই দুঃসময়ে, দূর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দীতো হয়েছে অসহায় পরিবারের লোকজন।
প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী বিতরণে আরো যারা উপস্থিত ছিলেন – জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।