আজ মনুষ্য জগতে চরম আতংকের এক নাম প্রাণঘাতী করোনা বা কোভিড-১৯। যার অদৃশ্য সংক্রমণের থাবায় আজ অবধি লক্ষ লক্ষ প্রাণ বিদায় নিয়েছে এ পৃথিবী থেকে। যার বাস্তবতা এতো অমানবিক ও ভয়ঙ্কর বিশ্রী। শুনলেই যেন মানবতার কাঁদে হাউমাউ করে।
আজ তারই রোধকল্পে পৃথিবীর প্রতিটি দেশে দেশে চলছে লকডাউন ও শাটডাউন। প্রতিরোধ ও প্রতিকারের চেষ্টা চলছে এ ভাইরাসের সংক্রমণ হতে বাঁচতে। কিন্তু কোন সফলতা খুঁজে পাচ্ছেনা মানুষ। তবুও নিরাশ না হয়ে বাঁচতে এবং বাঁচাতে সরকার ঘোষিত লকডাউনকে প্রাধান্য দিয়ে কর্মহীন জীবন নিয়ে গৃহবন্দি হয়ে পড়ে আছে সমাজের নিম্ন আয়ের অসহায় দুঃস্থ গরীব মানুষগুলো। তাই এসব মানুষের পাশে মানবিক সহায়তায় নিয়ে দাঁড়িয়েছেন মততাময়ী মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাঁর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার উপহার সামগ্রী জীবন বাজি রেখে দলীয় নেতাকর্মীরা পৌচ্ছে দিচ্ছেন করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে।
আর এ সহায়তার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটেনি সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও । জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার যথাযথ ভাবে বিতরণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি ।
যার পরিপ্রেক্ষিতে গত বুধবার (৭ জুলাই) বিকালে সরিষাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ২০০ জন কর্মহীন দুঃস্থ অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয় । উপহার সামগ্রীর মধ্যেছিল ১০ কেজি চাল, ১কেজি চিড়া, আধা কেজি মুসুরের ডাল, ১ কেজি লবন, হাফ লিটার সয়াবিন তৈল ও ১টি ৫৭০ সাবান ।উপহার সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রকিবুল হক, পরিদর্শক(তদন্ত) আঃ মজিদ, তথ্যপ্রতিমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তি ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাখায়াত আলম মুকুল,৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নিরব, যুবলীগ নেতা ছাসিউল খাঁ সামী, রফিক মিয়া ও বুলবুল আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা প্রমুখ।