রায়হান কবির, নওগাঁঃ
করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় চলমান বিশেষ বিধিনিষেধের মধ্যেই বেড়ে চলেছে সংক্রমণ। সোমবার থেকে মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৩৫০।
২৪ ঘণ্টায় ৫৫২ নমুনা পরীক্ষার বিপরীতে ১১৩ জনের ফলাফল করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২০ দশমিক ৪৭ শতাংশ। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৮ জুন করোনায় মৃত্যু ছিল একজনের। জেলা স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়। এ সময় নতুন ৫৫২ নমুনার বিপরীতে ১১৩ জনের করোনা শনাক্ত হয়।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৫৪ জন, আত্রাইয়ের ৯ জন, রানীনগরের ৩ জন, মান্দার ৬ জন, নিয়ামতপুরের ২ জন, ধামুইরহাটের ৫ জন, পোরশার ৬ জন, সাপাহারের ৮ জন, পত্নীতলার ৪ জন, মহাদেবপুরের ১৪ জন ও বদলগাছীর ২ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, পিসিআর ২৮৪ টেস্টে ৫৮ জন পজিটিভ ও অ্যান্টিজেন ২৬৮ টেস্টে ৫৫ জন পজিটিভ হন। নতুন ১১৩ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট ৪ হাজার ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নিয়ামতপুর উপজেলায় দুইজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৭৬ জনের।