রায়হান কবির, নওগাঁঃ
নওগাঁর সাপাহারে বজ্রপাতে আয়েশ আলী (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজের আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০.৩০ টার দিকে আয়েশ আলী স্থানীয় বোয়ালমারী খাড়ি এলাকায় কৃষিকাজের জন্য যান। এসময় আকাশ থেকে বজ্রপাত হলে তাৎক্ষণিক ভাবে তার মৃত্যু হয়। এসময় তার মাথায় থাকা মাথাল অন্যত্র ছিটকে চলে যায় বলে জানান স্থানীয়রা।