রায়হান কবির, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছীতে মাহামারী ভাইরাস করোনার সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়লেও উদাসীন সাধারণ জনগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম উপজেলার বিভিন্ন সভা ও সেমিনারে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন।
তারপরও সাধারন জনগণ যেন স্বাস্থ্যবিধি তোয়াক্কাই করে না। এলাকাবাসী জানায় বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি বিরাজ করে উপজেলার হাট বাজারগুলিতে।
প্রতিটি হাটে শাক-সব্জি ও কাঁচামাল কেনাবেচার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। সকাল থেকে দিনব্যাপি হাজার হাজার লোকের সমাগম ঘটে। সেখানে স্বাস্থ্য বিধি তো দূরের কথা, কারো মুখে মাস্ক পর্যন্ত থাকে না।
করোনা এখন গ্রাম পর্যায়ে বিস্তার লাভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন গরুহাট ভেঙ্গে দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, বদলগাছী প্রতিদিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। নমুনা পরীক্ষা করে ৫ জনের পজিটিভ এসেছে।
এ পর্যন্ত মোট ৬৬ জন করোনা আক্রান্ত রোগি রয়েছে এই উপজেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন আগামী ১ জুলাই সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.