সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
করোনাভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংক্রমণের বিস্তার রোধে লকডাউনের আদলে দেওয়া কঠোর বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ। বসেছে ৯ টি চেকপোস্ট। ফলে উপজেলার ব্যস্ততম রাস্তাগুলো জনমানবশূন্য ও ফাঁকা হয়ে গেছে।
সোমবার (২৮ জুন) কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে বিধিনিষেধ কার্যকর করার জন্য কালিহাতী থানা পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। সকাল থেকেই উপজেলার এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ৯ টি পুলিশ চেক পোস্ট বসিয়েছে।
এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন সরকারি নির্দেশনা মোতাবেক যে পরিবহনগুলো বন্ধ থাকবে এবং জরুরী পণ্য পরিবহন ও রিকশা ছাড়া অন্য কোন যান চলবে না সরকারি এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কালিহাতী উপজেলায় মোট ৯ টি চেকপোস্ট বসানো হয়েছে এবং ১ টি মোবাইল টিম রয়েছে। ৯ টি চেকপোস্টের মধ্যে কালিহাতী পৌরসভায় ৫ টি এবং এলেঙ্গায় ৪ টি। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষকে বুঝানোর। অনেকেই মাস্ক পরছে না, তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। তবে বেশিরভাগ মানুষ মাস্ক পরছে এটি ভালো দিক। পাশাপাশি জরুরী পণ্য পরিবহন ছাড়া অন্য যানবাহনগুলো বন্ধ করার জন্য সকাল থেকেই আমরা মাঠে কাজ করছি।