ডাঃ আজাদ খান,জামালপুর জেলা প্রতিনিধি।
গত বহস্পতিবার রাতে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দিনমজুর বাবার কিশোরী কন্যা (১৩) কে তার বাড়ি থেকে ডেকে নিয়ে একই এলাকার এবাদুরের ছেলে এনামুল (২২) ও হাইমুদ্দিনের ছেলে জাকিরুল (২২) এর উপস্হিতিতে এবং তাদের সহযোগিতায় নজরুল ইসলামের ছেলে সুমন (২০) কিশোরী কে জোর পূর্বক ধর্ষণ করে।
এক পর্যায়ে এনামুল নিজেও কিশোরী কে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তাদের হাত থেকে ছুটে পালিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনার বিস্তারিত জানায়।
রবিবার এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে ধর্ষণের শিকার ওই কিশোরী কে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি মিমাংসার জন্য রাজনৈতিক ভাবে একটি প্রভাবশালী মহল চেষ্টা করছে জেনে শনিবার রাতে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক পুলিশ পাঠিয়ে ভিকটিম ও তার অভিভাবকদের থানায় নিয়ে আসেন।
ধর্ষক সুমন, তার সহযোগি এনামুল ও জাকিরুলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও ধর্ষণ কাজে সহযোগিতার অভিযোগে মাদারগঞ্জ থানায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামী রা পলাতক রয়েছেন।