সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর করোনা সংক্রমণ প্রতিরোধে কালিহাতী পৌরসভা এলাকায় আজ (২৫ জুন) থেকে এক সপ্তাহের জন্য শুরু হয়েছে কঠোর বিধি-নিষেধ। ৭ দিনের এ কঠোর বিধি-নিষেধ মানাতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে পৌর এলাকার ব্যস্ততম রাস্তাগুলো জনমানবশূন্য ও ফাঁকা হয়ে গেছে। বন্ধ রয়েছে দোকানপাট ও শপিং মল।
তারই ধারাবাহিকতায় কালিহাতী পৌরসভায় কঠোর বিধি- নিষেধের প্রথম দিনে সকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক।
এসময় আরোপিত বিধিনিষেধ যেন কঠোরভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে কালিহাতি পৌরবাসী, সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধিবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বনিক, পরিবহন সমিতির নেতৃবৃন্দসহ স
কলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা দুপুরে গ্রামীণ ব্যাংকের কালিহাতী উপজেলার সল্লা শাখায় কর্মরত তিনজনের করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকের ঐ শাখাটি লকডাউন করে দেন এবং এলেঙ্গা পৌরসভায় কঠোর বিধিনিষেধ অমান্য করে স্বর্ণের দোকান খোলা রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা ও কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।