সোহেল রানা, কালিহাতী, প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ রোধে শুক্রবার (২৫ জুন) সকাল থেকে ৭ দিনের জন্য টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় কঠোর বিধি-নিষেধ মেনে লকডাউনের সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার পর টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্স শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীরসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (২২ জুন) থেকে আগামী (২৮ জুন) পর্যন্ত টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধি-নিষেধ লকডাউন চলমান রয়েছে।
Subscribe
Login
0 Comments
Oldest