পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বিশেষ করে আজ (শুক্রবার) দুপুর থেকে বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়াও। এতে অস্বস্তিতেই পড়েছে রাজধানীবাসী। এমন অবস্থায় বৃষ্টি আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম জানান, গতকাল (বৃহস্পতিবার) থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ (শুক্রবার) সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ৩ দিন পর কমতে পারে।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে। মধ্যরাত থকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।