গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলায়তন হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চলচ্চিত্র উৎসব। জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত উক্ত উৎসবের নামকরন করা হয় ” শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০২১”। কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সোমবার সকালে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা অাওযামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। প্রধান অালোচক ছিলেন বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি ছিলেন অালহাজ ইয়ার উদ্দিন কেজি স্কুলের প্রিন্সিপাল বীরমুক্তিযোদ্ধা অাব্দুল হক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিয়াকৈর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন অাহমেদ। প্রেরণা বক্তব্য রাখেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিষ্ট মোমিন মেহদী। অালোচনা করেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ মোকছেদুল অালম লিটন, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটোগ্রাফার কামরুজ্জান, শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিপুল রায়হান, চলচ্চিত্র নির্মাতা কাশেম শিকদার, চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা। সভাপতিত্ব করেন অর্ধ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক অাইয়ুব রানা। সঞ্চালনায় ছিলেন উৎসব কমিটির সদস্য সচিব ইয়াসির অারাফাত ও সাংবাদিক-শিক্ষক অালাল সরকার।
পুরো অনুষ্ঠান কয়েকটি পর্যায় অনুষ্ঠিত হয়। প্রথমে স্কুলের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। ২য় পর্যায় অতিথি ও অালোচকবৃন্দ বক্তব্য রাখেন। ৩য় পর্যায় কেক কেটে ও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে শেখ রাসেলের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এরপর শুরু হয় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। এতে মোট ৮ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। ছবিগুলো হলো, অান্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সিলেটের রহমান মনির দুটি ফিল্ম ‘অায়মন’ (ভারতের দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত) ও ‘সি ইউ এগেইন’ (১২টি অান্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত), ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার দেবরাজ মাহাতোর অাওয়ারি, গাজীপুর শহরের সৈয়দ মোকছেদুল অালম লিটনের ‘ অভিশপ্ত লকডাউন’, টাংগাইল মির্জাপুরের কাশেম শিকদারের ‘চিলড্রেন অব ফিশারম্যান’ গাজীপুর টংগীর শাহজাহান শোভনের ‘ গাও গেরামের ওঝা’, ঢাকার মোমিন মেহদীর ‘স্বপ্ন”, উৎসব সদস্য সচিব ইয়াসির অারাফাতের ‘ সব শিশুর অন্তরে’। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতড়ন করা হয়। কুইজ প্রতিযোগীতা ও শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসব অায়োজন করেন গাজীপুর ফিল্ম সোসাইটি ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুবাণী শিক্ষা সংস্কৃতি যুব একাডেমী।